Gondola Ticket Service Review

আলহামদুলিল্লাহ‼️সেই ২০১৭ সালের ১৪ এপ্রিল থেকে শুরু…

এখন পর্যন্ত আমাদের সেবার রিভিউ 5***** আউট অফ 5***** রয়েছে এবং গেষ্টদের পজিটিভ রিকমেন্ডেশন রয়েছে। অবশ্যই আমাদের অনন্য সেবার মানের কারণে এত আন্তরিক রিভিউ পেয়েছি। এগুলোই আমাদের অনুপ্রেরণা, আরও ভাল কিছু দেয়ার খোরাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ অনেষ্ট রিভিউ ও রিকমেন্ডেশন দিয়ে আমাদের উৎসাহিত করার জন্য। সেই সাথে আপনাদের রেফারেন্স থেকে প্রতিনিয়ত গেষ্ট ভিজিট করানোর জন্য।

অন্য সবার চেয়ে বেশি প্রাইসিং করার কারণে যেখানে কমেন্টে নানান আক্রমনাত্মক বুলি শুনতে হয়, সেখানে এই রিভিউ গুলো সাহস যোগায় মনে, যে যাই বলুক সার্ভিস এ অনন্য থাকতে হবে।

আমরাই প্রথম যারা খাবারের মেন্যু, রিসোর্টের নাম, বাস এর নাম স্পষ্টভাবে পোষ্ট এ লিখে দেই এবং সেরাটিই বেছে নেই। এছাড়াও নিরাপত্তা বিষয়ে আমরা কখনো কম্প্রোমাইজ করিনা এবং কমিটমেন্ট এ অটল থাকি, এটাই আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।

নিঃসন্দেহে আমাদের যে কোন ট্যুর প্যাকেজে ঘুরে আসতে পারেন কিংবা হোটেল বুকিং, এয়ার টিকেট, বাস টিকেট, রেন্ট-এ-কার সহ নানান সেবাসমূহ নিতে পারেন। কথা দিচ্ছি যদি আমাদের আয়োজন ভাল না লাগে কোন প্রকার সেবার খরচ আপনাদের বহন করতে হবে না।

Best wishes,

Team Heaven Tourism

Email: heaventourismltd@gmail.com

Scroll to Top